মালয়েশিয়ায় বন্যায় ২৪ জনের মৃত্যু

মালয়েশিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে প্রবল বন্যায় অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে দেড়লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রোববার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আরো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

>>রয়টার্স
Published : 29 Dec 2014, 04:32 AM
Updated : 29 Dec 2014, 04:32 AM

মৌসুমী বৃষ্টিপাতের ঋতুগুলোতে মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে প্রায়ই বন্যা হয়।

কিন্তু দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এবার ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের কারণে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।

থাইল্যান্ডের সীমান্তবর্তী মালয়েশিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় কেলানটান প্রদেশই ডিসেম্বরের মাঝামাঝি শুরু হওয়া এই বন্যায় সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ২৪ জনের মধ্যে এই প্রদেশটিরই রয়েছেন ১৪ জন।

দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক ইতোমধ্যে বন্যার কারণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন।

মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চল এবং থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল নিয়মিতভাবেই মৌসুমী বৃষ্টিপাতের কারণে বন্যার শিকার হয়। চলতি বছর অঞ্চল দুটিতে তুলনামূলক ভারী বৃষ্টিপাত হচ্ছে।

মালয়েশিয়ার সরকার জানিয়েছে, কেলানটান ও দক্ষিণ থাইল্যান্ডে বৃষ্টিপাত আর একসপ্তা স্থায়ী হতে পারে।

দক্ষিণ থাই সীমান্তের শহর সুংগাই কলকের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুইদিনের মধ্যে পানি নেমে গিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে আর তখন সীমান্ত পুনরায় খুলে দেয়া হবে।