ক্যামেরুনে বোকো হারামের শতাধিক জঙ্গি নিহত

ক্যামেরুনের প্রত্যন্ত উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর চালানো এক অভিযানে জঙ্গিগোষ্ঠি বোকো হারামের সন্দেহভাজন শতাধিক জঙ্গি নিহত হয়েছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 09:05 AM
Updated : 28 Dec 2014, 09:05 AM

শনিবার ক্যামেরুন সামরিক বাহিনীর একটি সূত্র এ খবর জানিয়েছেন। অভিযানে আরো দুই শতাধিক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সিনহুয়া জানিয়েছে শুক্রবার রাতে দেশটির নাইজেরিয়া সীমান্তের দোবলে’তে অভিযানটি চালানো হয়। ক্যামেরুন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ‘র্যা পিড ইন্টারভেনশন ব্যাটেলিয়ন’ ও ক্যামেরুন বিমান বাহিনী অভিযানটি পরিচালনা করে।

অভিযানকালে বিমান বাহিনীর তিনজন পাইলট গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন সূত্র।

ওই একই রাতে উত্তর ক্যামেরুনের মোজোগো’তে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় দেশটির ২৩ জন বেসামরিক নিহত হন। জঙ্গিরা মোজোগো গ্রামটি পুড়িয়ে দেয়।

বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলের পাশাপাশি ক্যামেরুনের উত্তরাঞ্চলেও তাদের জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে। তারা প্রায়ই স্থানীয় গ্রামগুলোতে হানা দিয়ে লুটপাট চালায়। মাঝে মাঝেই স্থানীয় ও বিদেশী লোকজনকে ধরে এনে জিম্মি হিসেবে আটক করে রাখে।

উত্তরাঞ্চলে জঙ্গিদের মোকাবিলায় সম্প্রতি ক্যামেরুন সরকার দেশটির সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করেছে।