পাকিস্তানে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ১৬

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধে ১৬ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 05:14 AM
Updated : 28 Dec 2014, 05:14 AM

শনিবার পাকিস্তান সেনাবাহিনীর দেয়া বিবৃতির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার রাতে ওরাকজাই ও খাইবারের উপজাতিয় জেলাগুলোর সংলগ্ন এলাকার গোপন আস্তানায় জঙ্গিরা বৈঠক করছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, “দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়। এতে ১৬ সন্ত্রাসী নিহত ও ২০ জন আহত হন।”

জঙ্গিরা সঙ্গীদের নয়টি মৃতদেহ পেছনে ফেলে পালিয়ে যায় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে সেনারা। লড়াইয়ে চার সেনাও আহত হয়েছেন।

চলতি মাসে পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে জঙ্গি হামলায় ১৩২ জন শিশুসহ ১৫০ জন নিহত হন । এ ঘটনার পর উগ্রপন্থিদের বিরুদ্ধে চলমান অভিযান আরো জোরদার করেছে পাকিস্তান সামরিক সেনাবাহিনী।