সুইডেনে মসজিদে আগুন, আহত ৫

সুইডেনের একটি মসজিদে এক ব্যক্তি আগুন ধরিয়ে দিলে পাঁচজন আহত হন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 08:20 AM
Updated : 26 Dec 2014, 08:20 AM

দেশটির এসকিল্সটুনা শহরে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

একটি আবাসিক ভবনের নিচতলায় ছিল মসজিদটির অবস্থান। ১৫ থেকে ২০ জন তাদের যোহরের নামাজ আদায় করার সময় এই আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, দমকল বাহিনীর কর্মীরা পৌঁছার আগেই ভবনটির নিচতলা থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে।

সুইডেনে অভিবাসননীতি নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই এই ঘটনা ঘটল।

দেশটির ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো চায়, দেশটিতে আশ্রয়প্রার্থী অনুমোদন ৯০ ভাগ কমিয়ে আনা হোক। বিপরীত দিকে মূলধারার দলগুলো চায় দেশটির উদারপন্থি নীতি অটুট থাকুক।

পুলিশের মুখপাত্র লার্স ফ্রানজেল সাংবাদিকদের বলেন, “একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যে তলাটি মসজিদ হিসেবে ব্যবহার করা হয় সেই তলার জানালা দিয়ে কেউ একজন ভেতর কিছু একটা ছুঁড়ে মেরেছিল। এরপরই তাতে বড় ধরনের আগুন ধরে যায়।”

আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টে পড়া আহত পাঁচজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ একে পরিকল্পিত আগুন লাগানোর ঘটনা হিসেবে বিবেচনা করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে ফ্রানজেল জানিয়েছেন।

এসকিল্সটুনায় উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসীরা রয়েছেন। শহরটিতে চলতি বছরের শুরুর দিকে নিও-নাজি গোষ্ঠী দেশটির অভিবাসননীতির বিরোধিতা করে সংঘর্ষে জড়ায়।