সোমালিয়ায় এইউ ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ১৪

সোমালিয়ায় মোগাদিসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আল-শাবাব জঙ্গিরা। এতে ১৪ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন আল শাবাবের মুখপাত্র।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2014, 02:28 PM
Updated : 25 Dec 2014, 04:32 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থল থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।আল শাবাব হামলার দায় স্বীকার করেছে এবং তাদের যোদ্ধারা সেনাঘাঁটিতে ঢুকে পড়েছে বলে জানিয়েছে।

আল-শাবাবের সঙ্গে লড়াইরত নাজুক সরকাকে সহায়তা করতে সোমালিয়ায় আছে আফ্রিকান ইউনিয়নের ২০ হাজারের বেশি সেনা।

আল শাবাবের সামরিক মুখপাত্র শেখ আব্দিয়াসিস এর আগে যোদ্ধাদের সামরিক কম্পাউন্ডের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ভেতরে প্রবেশ করা এবং ঘাঁটিতে লড়াই চলার কথা জানান।

কয়েক ঘণ্টার এ লড়াইয়ে ঠিক কতজন নিহত হয়েছে তা নিয়ে পরষ্পরবিরোধী খবর পাওয়া গেছে। এইউ সেনারা লড়াইয়ে তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে।