উত্তর কোরিয়ায় ইন্টারনেট বিভ্রাট

ইন্টারনেট বিপর্যয়ের কবলে পড়েছিল উত্তর কোরিয়া। বেশ কিছু সময়ে জন্য পুরো দেশটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2014, 04:49 AM
Updated : 23 Dec 2014, 07:50 AM

পরে দেশটির ইন্টারনেট সংযোগ আবার চালু হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্টে বিশ্লেষণ কোম্পানি ডিওয়াইএন।

সনি পিকচার্সে সাইবার হামলার জন্য যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে দায়ী করার পর দেশটির ইন্টারনেট ব্যবস্থা এ বিপর্যয়ের শিকার হল।

পাশাপাশি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার দেশটির ওপর নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছিল বলে বিবিসি জানিয়েছে।

আর এর পরই উত্তর কোরিয়ায় ইন্টারনেট বিপর্যয় দেখা দেয়।

মঙ্গলবার দিনের শুরুতে ডিওয়াইএন-এর ডো ম্যাডোরি জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় বহির্বিশ্বের সঙ্গে উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ ধারাবাহিকভাবে দুর্বল হতে হতে একসময় পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরে একই কোম্পানির প্রধান বিজ্ঞানী জিম কাউয়ি উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ আবার স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন।
কাউয়ি বলেছেন, “এটি পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার আগে যে অস্থিরতা দেখা দিয়েছিল আগামী কয়েক ঘন্টায় সে অবস্থা আবার তৈরি হবে কিনা তাই প্রশ্ন।”
সনি কাণ্ডের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা “সমানুপাতিক” প্রতিক্রিয়া দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।

কিন্তু উত্তর কোরিয়ার এই সাময়িক ইন্টারনেট বিপর্যয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে দেশটির কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

এই ঘটনার জন্য কারিগরি ত্রুটি বা সাইবার হামলা দায়ী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছিল, এফবিআই’র তদন্তে সনি পিকচার্সে সাইবার হামলার (হ্যাকিং) জন্য উত্তর কোরিয়া দায়ী বলে প্রমাণ পাওয়া গেছে।
ওই হ্যাকিংয়ে সনি পিকচার্সের মুক্তির অপেক্ষায় থাকা একটি চলচ্চিত্র ও বিপুল পরিমাণ ব্যক্তিগত ইমেইল হ্যাক করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়া সাইবার হামলাকারীরা।
‘দ্য ইন্টারভিউ’ নামের মুক্তির অপেক্ষায় থাকা কমেডি ধাঁচের ওই চলচ্চিত্রটিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এমন কাহিনি দেখানো হয়েছে।
এই হ্যাকিংয়ের প্রশংসা করলেও এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে উত্তর কোরিয়া।
হ্যাকিং ঘটনার পর ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত বাতিল করে সনি পিকচার্স।