সনি নিয়ে যুক্তরাষ্ট্রে হামলার হুমকি উত্তর কোরিয়ার

সনি পিকচারর্স হ্যাকিংয়ের ঘটনা নিয়ে বাগযুদ্ধ বাড়তে থাকার মধ্যে যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 04:13 PM
Updated : 22 Dec 2014, 04:13 PM

এক বিবৃতিতে হোয়াইট হাউস, পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডজুড়ে হামলা চালানোর এ হুমকি দেয় দেশটি।

সনি পিকচার্সের তৈরি একটি হলিউড কমেডি মুভি মুক্তি পাওয়ার আগেই হ্যাকিংয়ের শিকার হয়ে পরীক্ষামূলক কিছু কপি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ঘটনা কোম্পানটি উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করে আসছে।
যুক্তরাষ্ট্র এ ঘটনার জন্য প্রকাশ্যে উত্তর কোরিয়াকে অভিযুক্ত করার কিছুদিন পরই দেশটি এ হুমকি দিল। উত্তর কোরিয়া সাইবার হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
উত্তর কোরিয়ার ঘোষণায় বলা হয়, “ডিপিআরকে’র সেনাবাহিনী এবং জনগণ যুক্তরাষ্ট্রের সাইবার ওয়ারফেয়ার স্পেসসহ যেকোন জায়গায় যুদ্ধে জড়াতে প্রস্তুত”।