ভারতের মনিপুরে বিস্ফোরণে নিহত ৩

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের প্রধান শহর ইম্ফলে রাস্তার পাশে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 09:11 AM
Updated : 21 Dec 2014, 09:11 AM

রোববার ভোরের এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন, জানিয়েছে এনডিটিভি।

ইম্ফলের একটি বাজারের পাশের রাস্তায় বোমাটি পুঁতে রাখা হয়েছিল এবং হতাহতরা সবাই শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত তিন জনের নাম শিব যাদব (৩৫), লালন (৩৫) এবং কুসুম পণ্ডিত (৬০) বলে জানা গেছে।

শহরের খোয়াথং এলাকায় সকাল ৬টায় ঘটা এ বিস্ফোরণের সময় মনিপুরের বাইরে থেকে আসা ওই শ্রমিকরা একটি চায়ের দোকানে জড়ো হয়েছিল। এলাকাটি ইম্ফল শহর পুলিশের দপ্তর থেকে এক কিমি দূরে।

এই বিস্ফোরণে নিহতদের নিয়ে চলতি বছর মনিপুরে নিহত অমনিপুরি মানুষের সংখ্যা নয়জনে এসে দাঁড়িয়েছে।

মনিপুরের মুখ্যমন্ত্রী ও ইবোদি সিং এ হামলার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।