অস্ট্রেলিয়ায় আট শিশু খুন: অভিযোগ মায়ের বিরুদ্ধে

অস্ট্রেলিয়ার কেয়ার্নস শহরের এক মা’য়ের বিরুদ্ধে নিজের সাত শিশু সন্তান ও ভাইয়ের এক শিশু সন্তানকে খুন করার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2014, 06:56 AM
Updated : 21 Dec 2014, 08:07 AM

মারসেনা ওয়ারিয়া নামের ৩৭ বছর বয়সী এই নারী শরীরে নিজের ছুরির আঘাত নিয়ে হাসপাতালে পুলিশ প্রহারায় চিকিৎসাধীন আছেন বলে রোববার জানিয়েছে বিবিসি।

নিহত চারটি ছেলে শিশু ও চারটি মেয়ে শিশুর বয়স ১৮ মাস থেকে ১৪ বছরের মধ্যে। এই আটজনের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে কয়েকটি ছুরিসহ অনেকগুলো অস্ত্র পেয়েছে পুলিশ, সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শ্বাসরুদ্ধ হওয়াসহ শিশুদের মৃত্যুর সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার সকালে ওয়ারিয়া’র ২০ বছর বয়সী ছেলে বাসায় এসে হাজির হলে শিশুদের লাশগুলো আবিস্কৃত হয় বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

সামাজিক সংস্থাগুলো এই পরিবারটির বিষয়ে তদন্ত করছিল, গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন নাকচ করে দিয়ে পুলিশ বলেছে, “পরিবারটিতে কোনো সমস্যা ছিল না।”

নিহত শিশুদের স্মরণে ঘটনাস্থল বাড়িটির আশপাশে ফুল, ক্রিসমাসের উপহার ও খেলনা দিয়ে ভরিয়ে তুলেছেন প্রতিবেশীরা।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট এ ঘটনাকে “বর্ণনার অযোগ্য অপরাধ” বলে মন্তব্য করেছেন।