সিনজার পর্বতে আইএস অবরোধের অবসান

সম্মুখ যুদ্ধে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের হটিয়ে ইরাকের সিনজার পর্বতে পৌঁছেছে কুর্দিদের পেশমেরগা বাহিনী।

>>রয়টার্স
Published : 19 Dec 2014, 05:30 AM
Updated : 19 Dec 2014, 05:30 AM

ইরাকের সংখ্যালঘু খ্রিস্টান ইয়াজিদি সম্প্রদায়ের লোকজনের আশ্রয় নেয়া পর্বতটি গত কয়েক মাস ধরে আইএস’র জঙ্গিরা অবরোধ করে রেখেছিল।

আইএস’র অবরোধ ভেঙে পেশমেরগার যোদ্ধারা ইয়াজিদি সম্প্রদায়ের আটকে পড়া কয়েকশত মানুষকে মুক্ত করেছে বলে শুক্রবার জানিয়েছেন কুর্দি নেতা মাসরুর বার্জানি।

ইরাকের কুর্দি অঞ্চলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান বার্জানি বলেছেন, “পেশমেরগা ওই পর্বতে পৌঁছতে সক্ষম হয়েছে, তারা বিশাল একটি এলাকা মুক্ত করেছে।”

“পর্বত পর্যন্ত একটি করিডর খুলে গেছে। ইসলামিক স্টেট’র দখলে থাকা বাকী অংশও শিগগিরই মুক্ত হবে বলে আশা করছি।”

যুক্তরাষ্ট্রের বিমান হামলার ছত্রছায়ায় চালানো এ অভিযানে ১০০ আইএস যোদ্ধা নিহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

অগাস্টে উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালিয়েছিল আইএস। তাদের হামলা ও অগ্রযাত্রায় ওই এলাকায় বসবাসকারী ইয়াজিদিরা তাদের গ্রামগুলো ছেড়ে নিকটবর্তী সিনজার পর্বতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।

তখন থেকে পবর্তটি অবরোধ করে রেখেছিল আইএস্।

“পর্বতে যে ইয়াজিদিরা আটকা পড়েছিল তারা সবাই এখন মুক্ত,” বলেন বার্জানি।

তবে পেশমেরগা বাহিনী ইয়াজিদিদের সেখান থেকে সরিয়ে নেয়া এখনও শুরু করেনি বলে জানিয়েছেন তিনি।

বুধবার থেকে সিনজির পর্বত ও সিনজির টাউন আইএস’র অবরোধ মুক্ত করতে অভিযান শুরু করেছিল পেশমেরগা বাহিনী।

কুর্দি এলাকা ঝুমার থেকে শুরু করা এই অভিযানে দুই দিনে ৭০০ বর্গ কিমি এলাকা পুনর্দখল করে পেশমেরগা। কুর্দি বাহিনীর সমর্থনে বুধবার যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমানগুলো আইএস অবস্থানের উপর ৪৫’বার হামলা চালায়, সিনজির শহরের কাছে আরো দুটি হামলা চালানো হয়।