সোনিয়া গান্ধী হাসপাতালে

ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2014, 04:04 AM
Updated : 19 Dec 2014, 09:47 AM

বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে নয়া দিল্লির শ্রী গঙ্গা রাম হাসপতালে ভর্তি করা হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়। 

হাসপাতালের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, সোনিয়ার অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি হাসপাতালের বক্ষব্যধি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অরূপ কুমারের অধীনে চিকিৎসাধীন।

২০১১ সালে যুক্তরাষ্ট্রে বড় ধরনের অস্ত্রোপচরের পর থেকেই কংগ্রেস প্রধানের স্বাস্থ্যের অবনতি হয় বলে ধারণা করা হয়।

সে সময় পাঁচ সপ্তাহ তিনি নিউ ইয়র্কে থাকেন এবং চিকিৎসার বিষয়ে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয়।

ভারতের জাতীয় নির্বাচন সামনে রেখে চলতি বছরের এপ্রিলে মহারাষ্ট্রে সোনিয়ার নির্বাচনী সফর বাতিল করা হয় স্বাস্থ্যগত কারণে। আর আগে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনের আগেও তাকে একবার হাসপাতালে যেতে হয়। সে সময় তার দুটো নির্বাচনী জনসভা বাতিল করা হয়।

সোনিয়ার দল কংগ্রেস গত দুটি মেয়াদে ভারতের ক্ষমতায় থাকলেও ইতালীয় বংশোদ্ভূত এই নারী নিজে কখনো সরকারের কোনো পদ নেননি। ২০০৪ সালে কংগ্রেস ক্ষমতায় আসার পর তিনি মনমোহন সিংকে প্রধানমন্ত্রী মনোনীত করেন।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া বর্তমানে নেহরু গান্ধী পরিবারের উত্তরসূরিদের প্রধান। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত স্বাধীন হওয়ার পর এই পরিবারের সদস্যরাই বেশিরভাগ সময় দেশটির শাসন ক্ষমতায় ছিলেন।