আইএস বিরোধী লড়াইয়ে তিনবছর লাগবে: যুক্তরাষ্ট্র

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত মার্কিন বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জেমস টেরি বলেছেন, জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ের মোড় ঘুরতে অন্তত তিন বছর সময় লাগবে বলেই মনে করছেন তিনি।

>>রয়টার্স
Published : 18 Dec 2014, 04:43 PM
Updated : 18 Dec 2014, 04:43 PM

পেন্টাগনের এক ব্রিফিংয়ে আইএসবিরোধী লড়াইয়ে মাঠ পর্যায়ের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে টেরি বলেন, আইএস এর বিরুদ্ধে প্রথম বিমান হামলাটি হয়েছে মাত্র চারমাস আগে।

ফলে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তিনি বলেন, লড়াইয়ে অগ্রগতি অর্জন করতে “অন্তত তিন বছর সময় লাগবে”।