নাইজেরিয়ায় ১শ’ গ্রামবাসী অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গিরা হামলা চালিয়ে ৩৩ জনকে হত্যা করাসহ অন্তত ১শ’ জনকে অপহরণ করেছে। বেঁচে যাওয়া এক ব্যক্তি বিবিসি’কে একথা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 03:27 PM
Updated : 18 Dec 2014, 03:27 PM

তিনি বলেন, বোকো হারাম জঙ্গিরা গুমসুরি গ্রাম থেকে নারী-পুরুষ ও শিশুদের আটক করে।

হামলার ঘটনা ঘটে রোববার। তবে খবরটি জানা যায় বেঁচে যাওয়া ব্যক্তিটি মাইদুগুরি শহরে পৌঁছার পর। তিনি জানান, যুবকদের হত্যা করার পর জঙ্গিরা আমাদের স্ত্রী ও কন্যাদের নিয়ে যায়।

গ্রামের অধিবাসীরা জানিয়েছে, সশস্ত্র জঙ্গিরা দুটো গাড়িতে চড়ে এবং পায়ে হেটে এসে একটি সীমান্ত শহরে হামলা চালায়। তারা বাজার এলাকায় হামলা চালিয়ে দোকান-পাটসহ ৫০ টি বাড়িঘর জ্বালিয়ে দেয়।

এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি গোষ্ঠী। তবে কর্মকর্তারা এ ঘটনার জন্য বোকো হারামকেই দায়ী করেছেন।