হেলমান্দে ব্যাংকে তালেবান হামলায় নিহত ১০

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের একটি ব্যাংকে তালেবান জঙ্গিদের হামলায় ১০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 03:47 AM
Updated : 18 Dec 2014, 03:49 AM

বুধবার এই হামলাটি চালানো হয় বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

তারা জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন এবং অপর তিন জঙ্গি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তারা বেতন তোলার সময় প্রাদেশিক রাজধানী লস্করগা’র ওই ব্যাংকটিতে হামলা চালানো হয়।

ব্যাঙ্ক ভবনটির প্রবেশ পথে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভিতরে প্রবেশের পথ করে নেয় অপর বন্দুকধারী জঙ্গিরা, জানিয়েছে প্রাদেশিক মুখপাত্র ওমর জহওয়াক।

হেলমান্দ পুলিশের মুখপাত্র ফরিদ ওবেইদ জানিয়েছেন, নিহত ১০ জনের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ হামলায় ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে অধিকাংশ বিদেশী সেনা চলে যাওয়ার প্রস্তুতির মুখে দেশজুড়ে হামলা বাড়িয়ে দিয়েছে তালেবান।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠিটি।