২০১৪ সালে বিশ্বে ৬৬ সাংবাদিক নিহত

পেশাগত দায়িত্ব পালনকালে ২০১৪ সালে সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন মোট ৬৬ জন সাংবাদিক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 11:24 AM
Updated : 17 Dec 2014, 11:24 AM

মঙ্গলবার প্যারিস ভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরডব্লিউবি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাংবাদিকদের কাজের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হিসাবে চিহ্নিত হয়েছে সিরিয়া। সেখানে এ বছর নিহত হয়েছে ১৫ সাংবাদিক।

মধ্যপ্রাচ্যে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছে ৭ জন সাংবাদিক। ইউক্রেইনে নিহত হয়েছে ৬ সাংবাদিক এবং ইরাক ও লিবিয়া দুই দেশে ৪ জন করে সাংবাদিক নিহত হয়েছে।

একইভাবে এবছর মে মাসে ভারতে সাংবাদিক তরুণ কুমার আচার্য নিহত হন এবং পাকিস্তানে অগাস্টে নিহত হন দুই সাংবাদিক ইরাশাদ মাস্তই এবং আব্দুল রাসুল।

তারপরও এ বছর সাংবাদিক নিহতের হার গত বছরের তুলনায় ৭ শতাংশ কম। ২০১৩ সালে সাংবাদিক নিহত হয়েছিল ৭১ জন।

তবে সাংবাদিক অপহরণের ঘটনা বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বিশ্বব্যাপী পেশাগত দায়িত্বপালনকালে অপহৃত হয়েছে মোট ১১৯ জন সাংবাদিক। এর বেশির ভাগই ঘটেছে ইউক্রেইন(৩৩), লিবিয়া (২৯), সিরিয়া (২৭) এবং ইরাকে (২০)।

গত বছরের তুলনায় অপহরণের এ হার ৩৭ শতাংশ বেশি। গত বছর মোট অপহৃত সাংবাদিকের সংখ্যা ছিল ৮৭।