‘ম্যালেরিয়ায় মৃত্যু অর্ধেকে নেমে এসেছে’

বৈশ্বিক উদ্যোগের ফলে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। আর একে অসামান্য সাফল্য বলে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2014, 05:07 AM
Updated : 9 Dec 2014, 10:42 AM

সোমবার প্রকাশিত ২০১৩ সালের বিশ্ব ম্যালেরিয়া প্রতিবেদনে সংস্থাটি এ সাফল্য তুলে ধরেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।

সংস্থাটি বলেছে, ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যালেরিয়াজনিত ৪৩ লাখ মৃত্যু প্রতিরোধ করা গেছে। এদের মধ্যে ৩৯ লাখই আফ্রিকার সাহারা অঞ্চলের অনুর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশু।

প্রতি বছর আরো বেশি মানুষ জীবন রক্ষাকারী ম্যালেরিয়া প্রতিরোধ ব্যবস্থার আওতায় যুক্ত হচ্ছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

২০০৪ সালে ম্যালেরিয়ার ঝুঁকির মধ্যে বসবাস করা মাত্র ৩ শতাংশ মানুষকে মশারির আওতায় আনা গিয়েছিল, কিন্তু বর্তমানে ওই হার ৫০ শতাংশে এসে দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী ম্যালেরিয়া সনাক্ত করার জন্য মেডিকেল পরীক্ষার সুযোগ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি মশাবাহিত এই রোগটির চিকিৎসার ওষুধও সহজলভ্য হয়েছে।

বিশ্বের অনেকগুলো দেশ ম্যালেরিয়া নির্মূলের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
২০১৩ সালে দুটি দেশ, আজারবাইজান এবং শ্রীলঙ্কায় কেউ এই রোগে সংক্রমিত হয়নি বলে প্রথমবারের মতো জানিয়েছে।
অপরদিকে আর্জেন্টিনা, আর্মেনিয়া, মিশর, জর্জিয়া, ইরাক, কিরগিজস্তান, মরক্কো, ওমান, প্যারাগুয়ে, তুর্কিমেনিস্তান এবং উজবেকিস্তান এই ১১টি দেশ সংক্রমণমুক্ত হিসেবে তাদের রেকর্ড ধরে রেখেছে।
বিশ্বে ম্যালেরিয়াজনিত মৃত্যুর ৯০ শতাংশই ঘটে আফ্রিকায়। এখানেও রোগটির সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি।
তবে সাফল্য সত্বেও এখনও বিশ্বের ৩২ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার এবং এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।