সিয়েরা লিওনে ইবোলার প্রকোপ বাড়ছে

ইবোলায় মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি সিয়েরা লিওনজুড়ে এ ভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2014, 12:42 PM
Updated : 4 Dec 2014, 12:42 PM

সর্বশেষ হিসাবে বুধবার সংস্থাটি জানায়, “৩০ নভেম্বর পর্যন্ত সিয়েরা লিওনে নতুন ইবোলা আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে ৫৩৭ টি। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৩৮৫ টি”।

দেশজুড়ে এ ভাইরাসের প্রকোপ বাড়ছে। তবে দক্ষিণাঞ্চলে এর ব্যতিক্রম দেখা গেছে। কিন্তু রাজধানী ফ্রিটেউনে ভাইরাস সংক্রমণ বাড়ছে। ফ্রিটাউনের পোর্ট লোকোর মতো এলাকাগুলোতে নতুন নতুন রোগীর কারণে তাদের চিকিৎসা ও অন্যান্য ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

ইবোলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬ হাজার ৭০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মাত্র ১৫ টি ছাড়া আর সব মৃত্যুই ঘটেছে গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে। গত ২১ দিনে তিন দেশে নতুন ইবোলা সংক্রমিত ২ হাজার ৩৯ জনের মধ্যে সিয়েরা লিওনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৫৫ জন।