হেলমান্দে আফগান বাহিনী ও তালেবানের লড়াই

এক মাস আগে ব্রিটিশ বাহিনীর ছেড়ে যাওয়া বিশাল বাশ্চিয়ান সেনাছাউনিতে আফগান বাহিনীর উপর আক্রমণ করেছে তালেবান বিদ্রোহীরা।

>>রয়টার্স
Published : 29 Nov 2014, 09:26 AM
Updated : 29 Nov 2014, 09:26 AM

দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে অবস্থিত এই ছাউনিতে শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে তুমুল লড়াই চলছিল।

আফগান সেনা কর্মকর্তা জেনারেল গুলাম ফারুক পারওয়ানি বলেছেন, “রাতে অন্ধকারের সুযোগ নিয়ে হামলা শুরু করে তালেবান সদস্যরা। কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে ছাউনিটির কোনো ক্ষতি হতে দেয়নি।”

জেনারেল পারওয়ানি জানিয়েছেন, তার বাহিনীর পাঁচজন নিহত হয়েছেন, অপরদিকে তালেবান পক্ষের ২০ যোদ্ধা নিহত হয়েছেন।

তখনো পর্যন্ত লড়াই অব্যাহত থাকার কথা জানিয়েছিলেন তিনি।

বাশ্চিয়ানে হামলা চালানোর কথা স্বীকার করে এতে কয়েকশত নিহত হওয়ার দাবি করেছে তালেবান।

২০১৪’র শেষ নাগাদ আফগানিস্তান থেকে প্রায় সব বিদেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হওয়ায় এক মাস আগে বাশ্চিয়ানে সেনাছাউনিটি আফগান বাহিনীর কাছে হস্তান্তর করে ব্রিটিশ বাহিনী।