‘যুক্তরাজ্যে আধুনিক ক্রীতদাস ১৩ হাজার’

যুক্তরাজ্যে ১০ হাজার থেকে ১৩ হাজার মানুষ আধুনিক ক্রীতদাস অবস্থার শিকার বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2014, 09:04 AM
Updated : 29 Nov 2014, 09:04 AM

এ সংখ্যা আগের হিসাবকৃত সংখ্যার চেয়ে বেশি বলে শনিবার জানিয়েছে বিবিসি।

আধুনিক ক্রীতদাস বলতে নারীদের জোর করে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা, গৃহকর্মীদের ও ইটখোলা, কারখানা ও মাছর ধরার ট্রলারে শ্রমিকদের “বন্দি করে” রাখাকে বোঝানো হয়।

যুক্তরাজ্যে এই সমস্যার ব্যাপকতা সম্পর্কে এই প্রথম সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে ২০১৩ সালের পরিসংখ্যান প্রকাশ করা হল।

২০১৩ সালে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা’র মানব পাচার কেন্দ্র দেশটিতে আধুনিক ক্রীতদাসের সংখ্যা ২,৭৪৪ জন বলে জানিয়েছিল।