‘বিশ্বের দ্বিতীয় সেরা শহর হায়দ্রাবাদ’

আন্তর্জাতিক একটি ভ্রমণ বিষয়ক প্রকাশনার বিবেচনায় ২০১৫ সালে বিশ্ব ভ্রমণে বের হলে দেখার মতো দ্বিতীয় সেরা স্থান ভারতের হায়দ্রাবাদ শহর।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2014, 08:41 AM
Updated : 29 Nov 2014, 10:15 AM

ন্যাশনাল জিওগ্রাফিকের ভ্রমণ সাময়িকী ‘ট্রাভেলার’র বরাত দিয়ে শুক্রবার বিষয়টি জানিয়েছে এনডিটিভি।

“২০১৫ সালে দেখার মতো বিশ্বের সেরা ২০টি স্থান”র তালিকায় প্রথমে আছে যুক্তরাষ্ট্রের দ্য প্রেসিদিয়ো অব সান ফ্রান্সিসকো।

‘ট্রাভেলার’র ডিসেম্বর ২০১৪- জানুয়ারি ২০১৫ সংখ্যার ওই তালিকায় হায়দ্রাবাদকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে।

এরপর আছে সুইজারল্যান্ডের শহর জেরম্যাত, ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল, ফ্রান্সের কর্সিকা, পেরুর চোকুইকুইরাও, চ্যানেল দ্বীপপুঞ্জের সার্ক, জাপানের কোয়াসান, যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটি এবং রোমানিয়ার মারামুরেস।
সাময়িকীটিতে হায়দ্রাবাদ সম্পর্কে বলা হয়েছে, “দক্ষিণপূর্ব ভারতের এই শহরটি তার কাব্যিক অতীতের গল্প তুলে ধরবে যেখানে এক সময় ভারতের সবচেয়ে ধনী মানুষ মির ওসমান আলি খানের বাড়ি ছিল। তিনি ছিলেন হায়দ্রাবাদের শেষ নিজাম।”
বর্তমানে হায়দ্রাবাদ কীভাবে বিশ্বব্যাপী পরিচিত বিভিন্ন আইটি ব্রান্ডের ‘বীজতলা’ হয়ে উঠেছে সেই গল্পও এতে তুলে ধরা হয়েছে। এছাড়া শহরটির তাজ ফালাকনুমা প্রাসাদ, ইরানি ক্যাফে, পঞ্চম প্রজন্মের মুক্তা ব্যবসায়ী ও অন্যান্য আকর্ষণও তুলে ধরা হয়েছে।
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের এই রাজধানী শহর এখন নতুন রাজ্য তেলেঙ্গানার ভিতরে পড়েছে। আগামী দশবছর শহরটি উভয় রাজ্যের সাধারণ রাজধানী হিসেবে থাকবে, তারপর থেকে এটি তেলেঙ্গানার অবিচ্ছেদ্য অংশে পরিণত হবে।