ইবোলা পরীক্ষার ফল মিলবে ‘১৫ মিনিটে’

রক্ত ও লালা পরীক্ষায় ১৫ মিনিটের মধ্যে ইবোলা ভাইরাস সনাক্তের একটি পদ্ধতি পরীক্ষামূলকভাবে গিনিতে ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 02:22 PM
Updated : 28 Nov 2014, 02:22 PM

এই পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি বহনযোগ্য এবং সৌর বিদ্যুতে চালিত। ইবোলা ভাইরাস সনাক্তে পশ্চিম আফ্রিকায় বর্তমানে যে পরীক্ষা পদ্ধতি ব্যবহৃত হচ্ছে নতুন পদ্ধতিতে তার চেয়ে ছয়গুণ দ্রুত ফল পাওয়া যাবে।

এ পদ্ধতি নিয়ে কাজ করা এক গবেষক বলেন, দ্রুত রোগ সনাক্ত করা সম্ভব হলে আক্রান্তদের বেঁচে যাওয়ার সম্ভাবনা বাড়বে এবং সেইসঙ্গে ভাইরাস সংক্রমণের হারও কমিয়ে আনা যাবে।

গিনির কোনাক্রিতে একটি ইবোলা চিকিৎসা কেন্দ্রে এই পদ্ধতিটি ব্যবহার করা হবে।

বর্তমানে ইবোলা ভাইরাস সনাক্তের ক্ষেত্রে রোগীর রক্তে ভাইরাসটির ‘জেনেটিক ম্যাটেরিয়াল’ অনুসন্ধান করা হয়। কিন্তু এভাবে পরীক্ষা শুধুমাত্র ওই সব গবেষণাগারেই সম্ভব যেখানে পরীক্ষার জন্য গ্রহণ করা রক্ত খুবই কম তাপমাত্রায় সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

কোনাক্রির রোগীদের রক্ত পরীক্ষা চলমান পদ্ধতি এবং নতুন পরীক্ষামূলক পদ্ধতি দুভাবেই করা হবে যাতে দুইটির ফলাফলের মধ্যে তুলনা করা যায়।