নাইজেরিয়ায় বাসস্টেশনে বোমায় নিহত ৪০

নাইজেরিয়ার উত্তরপূরর্বে একটি বাসস্টেশনে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৫ সেনাসহ ৪০ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2014, 10:16 AM
Updated : 28 Nov 2014, 10:52 AM

বিস্ফোরণে কয়েকটি বাসে আগুন ধরে যায়। মাটিতে সারা জায়গায় পড়ে ছিল মৃতদেহ। ক্যামেরুন সীমান্তের কাছে মুবি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এ বিস্ফোরণ ঘটে। শহরটি গত মাসে দখল করে বোকো হারাম জঙ্গিরা।

নাইজেরিয়া কর্তৃপক্ষ এ ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। হামলার দায়ও কেউ স্বীকার করেনি। তবে ঘটনার জন্য বোকোহারাম কেই সন্দেহ করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবারে নাইজেরিয়ার উত্তরপূর্বের মাইদুগুরি শহরে দুই আত্মঘাতী নারী বোমা হামলাকারীর হামলায় অন্তত ৪৪ জন নিহত হয় বলে জানিয়েছিলেন চিকিৎসা কর্মকর্তারা।