‘সুদানে গোত্রগত সংঘর্ষে নিহত ১৩৩’

সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশে দুই আরব গোত্রের মধ্যে সংঘর্ষে অন্ততপক্ষে ১৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

>>রয়টার্স
Published : 28 Nov 2014, 05:18 AM
Updated : 28 Nov 2014, 05:18 AM

একজন গোত্রনেতা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।

আরব মিসেরিয়া উপজাতির আওলাদ ওমরান এবং আল-জিয়দ গোত্রের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে মুখতার বাবো নিমর নামে এক গোত্রনেতা রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন।

তিনি বলেন, “পশ্চিম কোর্দোফানের কোয়াক এলাকায় তারা (সংঘর্ষকারীরা) বন্দুক ও ভারী অস্ত্র ব্যবহার করেছে।”

তবে এ ব্যাপারে সরকারি কোন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পশ্চিম কর্দোফান মূলত সুদানের তেল উৎপাদক প্রদেশ। বিতর্কিত দারফুর অঞ্চল ও নতুন রাষ্ট্র দক্ষিণ সুদানের সঙ্গে এই প্রদেশের সীমান্ত রয়েছে।

আরব উপজাতিদের সরকারই অস্ত্র সরবরাহ করে থাকে। মূলত দারফুরের অ-আরব বিদ্রোহীদের দমন করতেই এই অস্ত্র সহায়তা দিয়ে থাকে খার্তুম। কিন্তু মাঝে মাঝে এই উপজাতিদের বিভিন্ন গোত্রের মধ্যে বিরোধ সৃষ্টি হলে নিজেরাই নিজেদের বিরুদ্ধ অস্ত্রধারণ করে।