ইবোলায় প্রথম ভারতীয়ের মৃত্যু

লাইবেরিয়ায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন ভারতীয় নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছে ভারত সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 05:01 PM
Updated : 27 Nov 2014, 05:01 PM

এনডিটিভি জানায়, বুধবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং পার্লামেন্টে বলেছেন, মোহাম্মদ আমির নামক ওই ব্যক্তি গত ৭ সেপ্টেম্বর মারা যান। আমির সেখানে একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। তার পরিবারকেও মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

সরকারের জানামতে এ পর্যন্ত ইবোলা ভাইরাস আক্রান্ত হয়ে কোনো ভারতীয়র মৃত্যু এটি্ই প্রথম বলে জানান সিং।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, ইবোলায় প্রাণহানির সংখ্যা ৫ হাজার ৪২০ ছাড়িয়েছে। তাছাড়া এ পর্যন্ত এ ভাইরাসে ১৫ হাজার ১৪৫ জন আক্রান্তের খবর পাওয়া গেছে, যার অধিকাংশই পশ্চিম আফ্রিকায়।

পশ্চিম আফ্রিকার লাইবেরিয়া, গিনি, সিয়েরা লিওন, নাইজেরিয়ায় ইবোলার প্রকোপ বেশি।