উত্তর কোরিয়ার রাজনীতিতে কিমের ছোট বোন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ছোট বোন ইও-জংকে প্রথমবারের মত ক্ষমতাসীন দলের এক ঊর্ধ্বতন কর্মকর্তার পদ দেয়া হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2014, 10:19 AM
Updated : 27 Nov 2014, 10:19 AM

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ২০ বছর বয়সী কিম ইও-জং’ দলের শক্তিশালী কেন্দ্রীয় কমিটির একটি বিভাগের উপ-পরিচালকের দায়িত্ব পেয়েছেন।

উত্তর কোরিয়া শাসনকারী কিম পরিবারের তৃতীয় প্রজন্মের নেতা কিম জং-উন। তার ফুফু কয়েক দশক ধরে দলে প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। কিন্তু গত বছর তার স্বামীকে রাষ্ট্রদ্রোহের অপরাধে ফাঁসি দেয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।

পর্যবেক্ষকরা মনে করছেন, কিমের ছোট বোন ইও-জং দলও সহায়ক একটি নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনের মধ্য দিয়ে তার দায়িত্ব শেষ করবেন।

২০১১ সালে বাবা কিম জং-ইলের শেষকৃত্যের সময় তাকে প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছিল।

এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বেশ কয়েকবার হাজির হয়েছেন তিনি। এছাড়া, ভাইয়ের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সফরে গেলেও এতদিন তাকে দলে কোনো পদ দেয়া হয়নি।

৩১ বছর বয়সী কিম জং-উন ও তার বোন ইও-জং দু’জনই কিম জং-ইলের দ্বিতীয় স্ত্রী কো ইয়ং-হুই এর সন্তান। বড় ভাই কিম জং-চোলের মতো তারাও সুইজারল্যান্ডের একটি বোর্ডিং স্কুলে লেখাপড়া করেছেন। তবে কিম জং-চোলকে ক্ষমতাসীন দল বা সরকারের কোনো পদ দেয়া হয়নি।