ফার্গুসনে সহিংসতা মোকাবিলায় আরো রক্ষী মোতায়েন

নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে আদালত অভিযুক্ত না করায় মিজৌরির ফার্গুসন শহরে সৃষ্ট দাঙ্গা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।

>>রয়টার্স
Published : 26 Nov 2014, 07:16 AM
Updated : 26 Nov 2014, 07:16 AM

পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার মিজৌরি রাজ্য গভর্নর জে নিক্সন দাঙ্গা কবলিত ফার্গুসন এলাকায় আরো কয়েকশ রক্ষী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

অ্পরদিকে ফার্গুসনের মেয়র জেমস নোলেস অভিযোগ করে বলেছেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লুটতরাজ থেকে বাঁচাতে যথেষ্ট পদক্ষেপ নেননি রাজ্য গভর্নর।

৯ অগাস্ট পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন ফার্গুসনের রাস্তায় ১৮ বছর বয়সী তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যা করেন। অল্প দূর থেকে ব্রাউনকে লক্ষ করে ১২টি গুলি করেন উইলসন, যার শেষটি সরাসরি ব্রাউনের কপালে লাগে।
প্রায় তিনমাস ধরে শুনানির পর বিচারকদের রায়ে উইলসনের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ না আনার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এর পরপরই কৃষ্ণাঙ্গ অধ্যুষিত ফার্গুসনের হতাশ, ক্ষুব্ধ বাসিন্দারা সহিংস দাঙ্গায় জড়িয়ে পড়ে। শহরটির ক্ষমতা কাঠামো শ্বেতাঙ্গ নিয়ন্ত্রিত হওয়ায় সহিংসতা প্রায় বর্ণবাদী দাঙ্গার রূপ নেয়।
নিহত ব্রাউনের পারিবারিক আইনজীবীও আদালতের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে রায়কে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন।
দাঙ্গাকারীরা শহরের ডজনখানেক ভবন আগুনে পুড়িয়ে দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, প্রতিবাদকারীরা তাদের লক্ষ করে গুলি ছুঁড়েছে, তাদের কয়েকটি টহলযান পুড়িয়ে দিয়েছে এবং পুলিশের অবস্থান লক্ষ করে ইট ছুঁড়েছে।
ভবনে অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র রাখা ও বেআইনি সমাবেশ করার অভিযোগে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও ফ্লাশ-ব্যাঙ ক্যানিস্টার ব্যবহার করেছে পুলিশ।
পরিস্থিতিকে “হৃদয়বিদারক” বলে উল্লেখ করেছেন রাজ্য গভর্নর নিক্সন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “জীবন ও সম্পত্তি অবশ্যই রক্ষা করতে হবে। সমাজে শান্তি বজায় রাখতে হবে।”
তিনি জানিয়েছেন, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে সোমবার দিন ৭০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার রাতে আরো কয়েকশ রক্ষী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি।
দাঙ্গা কবলিত এলাকায় এখন ২,২০০ রক্ষী মোতায়েন আছে বলে জানিয়েছেন তিনি।