নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২১

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মাইদুগুরি শহরের একটি ব্যস্ত বাজারে দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 25 Nov 2014, 04:32 PM
Updated : 25 Nov 2014, 04:32 PM

শহরটি মুসলিম জঙ্গিদের আস্তানা। ৪ প্রত্যক্ষদর্শী জানিয়েছে, ঘটনাস্থলের কাছে এক নারী শহরের মূল বাজারের পেছনে রাস্তার ধারের বেচাকেনার জায়গায় গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়।

বোমায় আহতদের উদ্ধারকাজ চলার মধ্যে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটে। আশেপাশে বহু মৃতদেহ পড়ে থাকতে দেখার কথা জানান এক প্রত্যক্ষদর্শী।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা জানান, জোড়া বোমা বিস্ফোরণস্থল থেকে এ পর্যন্ত ২১ টি লাশ সরানো হয়েছে। ওদিকে, স্থানীয় হাসপাতালের এক চিকিৎসাকর্মী ১৩ টি লাশ পাওয়ার কথা জানিয়েছেন।

মঙ্গলবারের এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে হামলাটি বোকো হারাম জঙ্গি গোষ্ঠীই চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বোকো হারামের ৫ বছরব্যাপী জঙ্গি তৎপরতায় নাইজেরিয়ায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। দলটি আত্মঘাতী হামলার জন্য নারীদেরকেই বেশি ব্যবহার করছে।