কাশ্মিরে বিজেপি প্রার্থী মুসলিম নারী

ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত রাজ্য জম্মু ও কাশ্মিরের বিধানসভা নির্বাচনে ভালো ফল করার পণ করেছে দেশটির ক্ষমতাসীন দল হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 09:38 AM
Updated : 25 Nov 2014, 11:35 AM

নির্বাচনী চমক হিসেবে তারা মাঠে নামিয়েছে হিনা ভাট নামের এক মুসলিম তরুণীকে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া পাঁচ ধাপের এ নির্বাচনে জয়ী হওয়ার জন্য শ্রীনগরের আমিরা কাদাল এলাকা চষে বেড়াচ্ছেন হিনা। এই এলাকাটি থেকেই তিনি বিধানসভার প্রার্থী হয়েছেন।

কালো বোরখা গায়ে মাথায় রঙিন স্কার্ফ জড়িয়ে কাদাল এলাকার বাড়ি বাড়ি গিয়ে হাজির হচ্ছেন তিনি।

সরু গলির ভিতরে হিনাকে দেখতে ও তার কথা শুনতে আশপাশের মানুষেরা জড়ো হয়েছেন আর বাকিরা ঘরের বারান্দা বা জানালা থেকে তাকে দেখার জন্য দাঁড়িয়ে আছেন, এমন দৃশ্য প্রতিনিয়ত দেখা গেছে।

তবে কিছু মানুষ তাকে স্বাগত জানালেও অনেকেই তাকে কটু কথা শুনিয়ে দিয়ে বিব্রত করছেন।

কাশ্মিরি মুসলিম হওয়া সত্বেও হিন্দুত্ববাদীদল বিজেপি’র প্রার্থী হওয়াই এর কারণ।

এ বিষয়ে হিনা বলেন, “কাশ্মিরিদের যা সত্যিকার প্রয়োজন তা হল উন্নয়ন, আর মোদী এটারই প্রতিশ্রুতি দিয়েছেন।”

“আমাদের তরুণরা হতাশ- তাদের কোনো কাজ নেই, তাদের সামনে কোনো সুযোগ নেই। আমরা এটা পরিবর্তন করতে চাই,” বলেন তিনি।