নারী পুরুষ সমান নয়, বললেন তুর্কি প্রেসিডেন্ট

নারীদের পুরুষদের সমকক্ষ হিসেবে বিবেচনা করা যাবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 03:15 AM
Updated : 25 Nov 2014, 11:35 AM

পাশাপাশি মাতৃত্ব প্রত্যাখ্যান করার জন্য নারীবাদীদের অভিযুক্ত করেছেন তিনি।

সোমবার ইস্তাম্বুলে নারীদের এক সম্মেলনে এরদোয়ান এসব কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

তিনি বলেন, “নারী ও পুরুষদের আপনি একই জায়গায় রাখতে পারবেন না। এটা প্রকৃতিবিরুদ্ধ।”

“কর্মক্ষেত্রে, একজন গর্ভবতী নারী ও একজন পুরুষকে একই নিয়মে ফেলা যায় না। পুরুষেরা যেসব কাজ করতে পারে তার সবগুলো করা নারীদের পক্ষে সম্ভব নয়, কারণ এটি তাদের পেলব স্বভাবের বিরুদ্ধে যায়,” বলেন তিনি।

“আমাদের ধর্মে মাতৃত্বকে অনেক সম্মান দেওয়া হয়েছে। নারীবাদীরা তা বুঝতে পারে না, তারা মাতৃত্ব প্রত্যাখ্যান করেছে।”

তিনি বলেছেন, সমঅধিকার না নারীদের দরকার সমশ্রদ্ধা।

বর্ণবাদ, সেমেটিক বিরোধীতা এবং নারীদের সমস্যার মতো বিশ্বের বেশিরভাগ সমস্যার সমাধান ন্যায়বিচারে আছে বলে দাবী করেছেন এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট প্রায়ই বিতর্ক সৃষ্টি করার মতো মন্তব্য করে থাকেন। কিছুদিন আগে তিনি দাবী করেছেন, কলম্বাসের ৩০০ বছর আগে মুসলিমরা আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন।

এর আগে নারীদের তিনটি করে সন্তান নেয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। তিনি অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদান ও গর্ভপাতেরও বিরোধিতা করেছেন।