হিলারি মহান প্রেসিডেন্ট হতে পারেন: ওবামা

হিলারি ক্লিনটন একজন ‘মহান প্রেসিডেন্ট’ হবেন যদি তিনি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 08:58 AM
Updated : 24 Nov 2014, 08:58 AM

এই কথা আর কেউ নয়, বলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এবিসি নিউজকে ওবামা বলেন, হিলারি আমার সঙ্গে সব বিষয়ে একমত হবেন না। তবে তিনি আট বছর পর পদ ছেড়ে দেয়ার পর এই ঘটনা ভোটারদের কাছে খুবই গ্রহণযোগ্য হবে।

৬৭ বছর বয়সী হিলারি ২০০৮ সালে ডেমক্র্যাটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে ওবামার কাছে হেরে যান।

বিবিসি বলছে, ২০১৫ সালে হিলারি তার প্রার্থিতা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এবিসিকে দেয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, তিনি নিয়মিত হিলারির সঙ্গে কথা বলেন। হিলারিকে তিনি বন্ধু বলে বর্ণনা করেছেন।

ওবামা যদিও বলেছেন, ডেমক্র্যাটিক পার্টিতে বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন যারা প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য ও অনেক ভাল কাজ করবেন। কিন্তু সাক্ষাৎকারে তিনি শুধু হিলারির নামই উচ্চারণ করেছেন।

তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী ‘দুর্দান্ত’ ও ‘মহান’ প্রেসিডেন্ট হবেন।

পাশাপাশি তিনি এও বলেন, হিলারি অনেককিছুই তার থেকে আলাদাভাবে করবেন।

ওবামা প্রথম দফা প্রেসিডেন্ট হওয়ার পর হিলারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।