আইএস’কে হটিয়ে দুই শহর ইরাকি বাহিনীর দখলে

বাগদাদের উত্তরপূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের কাছ থেকে দুইটি শহর পুনর্দখলের দাবি করেছে ইরাকি বাহিনী।

>>রয়টার্স
Published : 23 Nov 2014, 05:07 PM
Updated : 23 Nov 2014, 05:07 PM

রোববারের লড়াইয়ে ইরাকি বাহিনী কয়েকমাস ধরে আইএস এর দখলে থাকা জালাওলা ও সাদিয়া শহররের আস্তানা থেকে জঙ্গিদের হটিয়ে দেয়ার পাশাপাশি ইরান অভিমুখী একটি প্রধান সড়ক জঙ্গিমুক্ত করেছে।

তবে শহরদুটি পুরোপুরি ইরাকি সেনাবাহিনী, শিয়া মিলিশিয়া এবং কুর্দি পেশমেরগা বাহিনীর দখলে আসার খবরটি নিরপেক্ষসূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

রোববারের লড়াইয়ে অন্তত ২৩ পেশমেরগা যোদ্ধা ও শিয়া মিলিশিয়া নিহত এবং আরো বেশ কিছু যোদ্ধা আহত হওয়ার কথা জানা গেছে চিকিৎসক ও সামরিক সূত্রে।

প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তান পার্টির এক ঊর্ধ্বতন কর্মকতা বলেছেন, “ আমরা জালাওয়া এবং সাদিয়া শহর জঙ্গিমুক্ত করেছি”। লড়াইয়ে ৪শ’ সদস্যের আইএস বাহিনীর অন্তত ৫০ যোদ্ধা মারা গেছে বলে ধারণা প্রকাশ করেন তিনি।