আফগানিস্তানে ভলিবল ম্যাচে হামলায় নিহতের সংখ্যা ৫৭

আফগানিস্তানের পাকটিকা প্রদেশে আঞ্চলিক এক ভলিবল টুর্নামেন্ট চলাকালে এ আত্মঘাতী বোমা হামলা হয়।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 04:20 PM
Updated : 24 Nov 2014, 11:53 AM

আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভলিবল টুর্নামেন্ট চলাকালে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে এবং আহত ৬৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাকটিকা প্রদেশের ইয়াহিয়া খেইল এলাকায় রোববার এ হামলা হয়। প্রদেশিক গভর্নরের মুখপাত্র মুখলেস আফগান জানান, হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদের মধ্যে অন্তত ৬ জন শিশু এবং ৫ পুলিশ রয়েছে। ভলিবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা দেখতে মানুষ সেখানে সমবেত হয়েছিল। হামলাকারী লোকজনের ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়।

এতে ঘটনাস্থলেই নিহত হয় ৪২ জন। আর ১৫ জন আহত হয়ে হাসপাতালে যাওয়ার পর মারা যায় বলে জানিয়েছে পাকটিকার প্রাদেশিক সরকার।

আফগানিস্তানে ১৩ বছরের যুদ্ধ শেষে বিদেশি বাহিনী চলে যেতে শুরু করার পর থেকে তালেবান ও অন্যান্য জিহাদি জঙ্গিরা এ বছর দেশটিতে দফায় দফায় এ ধরনের আত্মঘাতী বোমা হামলা চালিয়ে আসছে।

আগামী মাসে বেশির ভাগ বিদেশি সেনা প্রত্যাহার হয়ে যাওয়ার পরও আফগান নিরাপত্তা বাহিনীকে সহায়তার জন্য প্রায় ১২ হাজার সেনা রেখে দেয়ার বিষয়ে আফগানিস্তানের এমপি’রা নেটো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরপরই সর্বশেষ এ বোমা হামলা হল।