সিরিয়ায় যুক্তরাষ্ট্র জোটের হামলায় নিহত ৯০০

গত দুই মাসে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোট বাহিনীর বিমান হামলায় নয়শর বেশি মানুষ নিহত হয়েছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 06:55 AM
Updated : 23 Nov 2014, 07:12 AM

যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন ‘দ্য অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ শনিবার এক বিবৃতিত এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৫২ জন বেসামরিক, ৭২ জন আল কায়েদার সঙ্গে সম্পর্কিত নুসরা ফ্রন্টের যোদ্ধা এবং ৭৫৮ জন ইসলামিক স্টেট’র (আইএস) যোদ্ধা।

সিরিয়ার খনিজ তেল সমৃদ্ধ হাসাকা, দির আল জর, আল রাক্কা, আলিপ্পো ও ইদলিব প্রদেশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় এরা নিহত হন।

সিরিয়ার এসব অঞ্চল দখল করে রাখা জঙ্গি গোষ্ঠিগুলোর বিরুদ্ধে সেপ্টেম্বরের শেষ দিক থেকে বিমান অভিযান শুরু করে জোট বাহিনী।

২০১১ সালে সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলন থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।