কেনিয়ায় যাত্রীবাহী বাসে হামলা, নিহত ২৮

কেনিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে সোমালিয়ার সন্দেহভাজন বিদ্রোহী-জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্ততপক্ষে ২৮ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2014, 09:30 AM
Updated : 23 Nov 2014, 05:14 AM

দেশটির কর্মকর্তাদের বরাতে বিবিসি শনিবার এই খবর জানিয়েছে।

বাসটি আটক করার পর আক্রমণকারীরা যাত্রীদের মধ্য থেকে যাদের অমুসলিম মনে হয়েছে তাদের আলাদা করে তারপর হত্যাকাণ্ড চালায়।

বাসটি কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাচ্ছিল। সোমালি সীমান্তবর্তী মান্দেরা শহরে এটি হামলার শিকার হয়।

২০১১ সাল থেকে সোমালিভিত্তি ইসলামি জঙ্গি সংগঠন আল-শাবাব কেনিয়ায় বিভিন্ন হামলা চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় উত্তর-পূর্বাঞ্চলীয় মান্দেরায় বেশ কয়েকদফা হামলা চালানো হয়।

শনিবার দিনের প্রথমভাগে এই হামলা ও হত্যাকাণ্ডের পর স্থানীয় কর্মকর্তারা কেনিয়ার গণমাধ্যমকে বলেছেন, বাড়তি নিরাপত্তা দেয়ার ব্যাপারে সরকার তার অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছে।

মান্দেরার স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিরা যাত্রীদের কোরআনের আয়াত বলতে বলেন, যারা তা বলতে ব্যর্থ হয়েছিলেন তাদের হত্যা করা হয়।