নাইজেরিয়ায় বোকো হারামের নারকীয় হত্যাকাণ্ড

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে প্রতিশাধ হামলা চালিয়ে অন্তত ৪৫ জনকে জবাই করে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 01:00 PM
Updated : 21 Nov 2014, 01:00 PM

স্থানীয় সরকার প্রধান ও সামরিক সূত্র জানায়, আজাইয়া কুরা গ্রামে বুধবার এ নারকীয় হত্যাকাণ্ড চালায় জঙ্গি দলটি।

সামরিক সূত্রে বলা হয়েছে, বোকো হারামের চার সদস্য গ্রামটির বাজারে গা-ঢাকা দিয়ে ছিল। কিন্তু সেনারা তাদের খুঁজে বের করে এবং বন্দুক যুদ্ধে ওই চার জঙ্গি নিহত হয়। এরপরই বোকো হারামের সদস্যরা একজোট হয়ে এর প্রতিশোধ নিতে গ্রামটিতে ওই হত্যাকাণ্ড ঘটায়।

মাফা জেলা পরিষদের চেয়ারম্যান শেত্তিমা লাওয়ান টেলিফোনে রয়টার্সকে বলেন, “বুধবার হাটের দিনে জঙ্গিরা গ্রামটিতে তাণ্ডব চালায়। তারা ৪৫ জনকে হত্যা করেছে। নিহতদের সমাহিত করা হয়েছে।”

নাইজেরিয়া-ক্যামেরুন সীমান্তবর্তী আজাইয়া কুরা গ্রামটি বেশির ভাগ সময়ই বোকো হারামের দখলে থাকে।

গ্রাম থেকে পালিয়ে প্রাণ বাঁচানো বাকুরা মোহাম্মদ বলেন, “আমাকে বাড়ি থেকে ফোনে বলা হয় দুপুর থেকে জঙ্গিরা গ্রামটি ঘিরে ফেলেছে এবং হত্যা করার জন্য লোকজন জড় করছে। তারা লোকজনকে পিছমোড়া করে বেঁধে জন্তুর মতো গলা কেটে হত্যা করেছে।”