মিশরে ব্রাদারহুড নেতা আটক

মিশরের মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ আলি বিশরকে আটক করা হয়েছে।

>>রয়টার্স
Published : 21 Nov 2014, 09:37 AM
Updated : 21 Nov 2014, 09:37 AM

বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে ১৫ দিনের জন্য বিশরকে আটক করা হয়েছে বলে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

২০১৩ সালে মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ব্রাদারহুডের যে অল্প কয়েকজন নেতা কারাগারে যাওয়া এড়াতে পেরেছিলেন বিশর তাদের অন্যতম।

সম্প্রতি মিশরে মুরসি সমর্থকদের সরকারবিরোধী বিক্ষোভ বৃদ্ধি পাওয়ায় বিশরকে আটক করা হয়েছে।

২৮ নভেম্বর দেশব্যাপী ব্যাপক সরকারবিরোধী প্রতিবাদের ডাক দিয়েছিলেন তিনি।

সরকারকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে তিনি ওই কর্মসূচীর ডাক দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

পাশাপাশি সহিংসতা উস্কে দেয়া ও সন্ত্রাসের মদদ দেয়ার অভিযোগেও তাকে অভিযুক্ত করা হয়েছে।

অভিজ্ঞ রাজনীতিবিদ বিশর মুরসির মন্ত্রিসভার সদস্য ছিলেন।

২০১৩ সালের জুলাইয়ে সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর তার সংগঠন মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করে। মিশরের সবচেয়ে প্রাচীন এই ইসলামি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে এর কয়েক হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সরকারের এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জঙ্গি সহিংসতার সঙ্গে কোনো ধরনের যোগ থাকার কথা অস্বীকার করে ব্রাদারহুড।