মেক্সিকোতে ব্যাপক বিক্ষোভ

মেক্সিকোতে নিখোঁজ ৪৩ ছাত্রের আত্মীয় ও স্বজনেরা রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 05:49 AM
Updated : 21 Nov 2014, 05:49 AM

নিখোঁজ ওই ছাত্রদের মাদক অপরাধীরা খুন করে তাদের লাশ পুড়িয়ে ফেলেছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

শুক্রবার বিবিসি জানিয়েছে, প্রতিবাদ বিক্ষোভে সমর্থন দেয়ার আবেদন জানিয়ে সারা দেশ ভ্রমণের পর বৃহস্পতিবার নিখোঁজ ছাত্রদের পরিবারগুলোর গাড়ি বহরটি মেক্সিকো সিটিতে এসে হাজির হয়।

এদের অনেকেই ছাত্র নিখোঁজের সরকারি ব্যাখ্যা মেনে নেননি, তারা এখনো নিখোঁজ ছাত্রদের জীবিত পাওয়ার আশা করছেন।

তিন ভাগে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ধরে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলগুলোতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় সময় বিকেলে ৫টায় মিছিল শুরু হয়।
কয়েক হাজার মানুষ মেক্সিকো সিটির প্রধান চত্বর জোকালো‘তে জমায়েত হয়ে বিক্ষোভ করেন।
মিছিল শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বিমানবন্দরের কাছে মুখোশ পড়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
প্রায় ২০০ মুখোশ পরিহিত প্রতিবাদকারী পুলিশের দিকে পাথর ও মলোটোভ ককটেল নিক্ষেপ করেন।
পুলিশ এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কেউ আঘাত পাননি বলে দাবি করেছে পুলিশ।
এই বিক্ষোভ কর্মসূচির কারণে বৃহস্পতিবার রাজধানীর অনেক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল।
প্রতিবাদকারীরা দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন। মেক্সিকোর অন্যান্য অংশে এবং বিদেশেও বিক্ষোভ করার পরিকল্পনা করা হয়েছে।
ছাত্রদের এই অপহরণের ঘটনা দেশটির রাজনৈতিক দুর্নীতি ও ব্যাপক সহিংসতার সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে। বিরোধীরা এই সুযোগে সরকারবিরোধী বিক্ষোভ জোরদার করার চেষ্টা করছে।
কিছু বিক্ষোভকারী রাষ্ট্রকে “অস্থিতিশীল” করতে চাইছেন বলে অভিযোগ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো।
ক্ষমতার দুই বছরে পিনা নিয়েতো’র জন্য এই পরিস্থিতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের ইগুয়ালা শহরে এক প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শিক্ষক প্রশিক্ষণ কলেজের ওই ৪৩ ছাত্র নিখোঁজ হন।
পরে নিকটবর্তী একটি নদী থেকে ব্যাগে ভরা ছাইভস্ম উদ্ধার করে সেগুলো ওই নিখোঁজ ছাত্রদের দেহাবশেষ বলে দাবি করে কর্তৃপক্ষ।
একটি মাদক অপরাধী গোষ্ঠীর গ্রেপ্তার হওয়া কিছু সদস্যদের বরাত দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নিখোঁজ ছাত্রদের গ্রেপ্তারের পর সন্ত্রাসীদের হাতে তুলে দেয় অসাধু পুলিশ কর্মকর্তারা।
সন্ত্রাসীরা ওই ছাত্রদের হত্যার করে তাদের লাশ পুঁড়িয়ে অবশিষ্টাংশ ব্যাগে ভরে নদীতে ফেলে দেয়।
একদশকে মেক্সিকোতে ১ লাখ মানুষ নিহত ও ২৭ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন।