পারমাণবিক পরীক্ষা চালানোর হুমকি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি তদন্তে জাতিসংঘের তোড়জোড়ের জবাবে পরমাণু পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে পিয়ংইয়ং।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 12:39 PM
Updated : 20 Nov 2014, 12:39 PM

মানবতার বিরুদ্ধে অপরাধের বিষয়টি তদন্তের আহ্বান জানিয়ে সম্প্রতি পাস হওয়া জাতিসংঘ প্রস্তাবনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তদন্তের জন্য নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়ে মঙ্গলবার ওই প্রস্তাব পাস করে জাতিসংঘের মানবাধিকার কমিটি।

এরই প্রতিক্রিয়ায় নতুন করে পরমাণু পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি এর আগে ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালে পরমাণু পরীক্ষা চালায়।

উত্তর কোরিয়ার পারমাণবিক স্থাপনায় নতুন করে তৎপরতার ছবি স্যাটেলাইটে দেখা যাওয়ায় এ হুমকি সৃষ্টি হয়েছে।

উপগ্রহ থেকে নেয়া ছবিতে দেখা উত্তর কোরিয়ার প্রধান পরমাণু স্থাপনা ইয়ংবিয়নে পুনঃপ্রক্রিয়াকরণ প্ল্যান্ট থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।উত্তর কোরিয়া পরমাণু বোমা তৈরিতে ব্যবহারযোগ্য প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণের জন্য স্থাপনা চালু করছে বলে ধারণা করা হচ্ছে।