মিয়ানমারে ২৩ কোচিন বিদ্রোহী নিহত

মিয়ানমার সেনাবাহিনীর ছোঁড়া একটি গোলার আঘাতে দেশটির কোচিন নৃগোষ্ঠীর বিদ্রোহী দল কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি’র (কেআইএ) ২৩ প্রশিক্ষণার্থী সেনা নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 20 Nov 2014, 09:34 AM
Updated : 20 Nov 2014, 10:00 AM

বুধবার এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে কেআইএ।

ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার একটি সরকারি উদ্যোগ থেমে গেলে এবং ২০১১ সালে ১৭ বছর ধরে চলা একটি অস্ত্রবিরতি ভেঙে গেলে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে কেআইএ’র লড়াই আবার শুরু হয়।

এখন মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা একমাত্র বিদ্রোহী গোষ্ঠী কেআইএ।

বিগত বহু মাসের মধ্যে এটিই জনসম্মুখে প্রকাশ করা কেআইএ ও সরকারি বাহিনীর মধ্যে লড়াইয়ে নিহতের সবচেয়ে বড় সংখ্যা।

এপ্রিলে কেআইএ’র উপপ্রধান কমান্ডার ও প্রধান রাজনৈতিক কমিটির সদস্য জেনারেল গুন মও জানিয়েছিলেন, লড়াই আবার শুরু হওয়ার পর থেকে কেআইএ’র ২৮০ জন সেনা নিহত ও এক হাজার জন আহত হয়েছেন।

১৯৬১ সাল থেকে মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে কেআইএ। মিয়ানমারের ২০টি ক্ষুদ্র সশস্ত্র বিদ্রোহী নৃগোষ্ঠীর মধ্যে কেআইএ দ্বিতীয় বৃহত্তম বিদ্রোহী দল।