‘বছরে পানিতে ডুবে মারা যায় পৌনে ৪ লাখ মানুষ’

বিশ্বে প্রতি বছর পানিতে ডুবে ৩ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু হয়। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 05:38 AM
Updated : 19 Nov 2014, 05:38 AM

সোমবার জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক এই পরিসংখ্যানের তথ্য জানান।

ডব্লিউএইচও সোমবার ‘ড্রওনিং: প্রিভেন্টিং অ্যা লিডিং কিলার’ শীর্ষ বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বে প্রতি ঘণ্টায় ৪০ জনেরও বেশি মানুষ পানিতে ডুবে যাওয়ার কারণে মৃত্যুবরণ করেন বলে এই প্রতিবেদনে দাবি করা হয়।

বিশ্বের প্রতিটি অঞ্চলে শিশু ও তরুণদের মৃত্যুর শীর্ষ যে ১০টি কারণ রয়েছে পানিতে ডুবে যাওয়া সেই কারণগুলোর অন্যতম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক

উপ-মুখপাত্র হক বলেন, এই প্রতিবেদনে পানিতে ডুবে মৃত্যুবরণ করা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও সম্পদ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি জাতীয় নীতিনির্ধারক এবং স্থানীয় সামাজিক ব্যবস্থায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণেরও প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

হক আরো জানান, পানিতে ডুবে মৃত্যুর বিষয়টিকে চলমান বেশকিছু গুরুত্বপূর্ণ বিতর্কের সঙ্গে অখণ্ডরূপে দেখানো হয়েছে। যেমন জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা বেড়ে যাচ্ছে, গণহারে অভিবাসী হওয়ার ঘটনা ঘটছে এমন কি অবৈধ শরণার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে সমুদ্র পাড়ি দিচ্ছে।

এছাড়া পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশনের মতো গ্রামীণ উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ডও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।