ইবোলার ওষুধ পরীক্ষা শুরু হচ্ছে

ইবোলা রোগের কার্যকর চিকিৎসা ব্যবস্থা খুঁজে বের করতে আগামী মাস থেকে দুইটি অ্যান্টিভাইরাল ওষুধ ছাড়াও অন্যান্য পন্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2014, 05:57 PM
Updated : 13 Nov 2014, 05:57 PM

দাতব্য চিকিৎসা সংগঠন ‘মেডিসিনস সানস ফ্রন্টিয়েরেস’ (এমএসএফ) জানিয়েছে, তারা তিনটি চিকিৎসা কেন্দ্রে আলাদা তিনটি পন্থায় গবেষণা চালাবে। এই সংগঠনটি সামনের সারিতে থেকে ইবোলা মোকাবেলায় কাজ করে যাচ্ছে।

দুইটি অ্যান্টিভাইরাল ওষুধ গিনি এবং অন্য একটি স্থানে পরীক্ষা করা হবে। এছাড়া, সুস্থ হয়ে ওঠা ইবোলা রোগীদের রক্ত দিয়ে অসুস্থ রোগীদের চিকিৎসা করা হবে গিনির রাজধানী কোনাক্রিতে। ২০১৫ সালের ফেব্রুয়ারির দিকে এ পরীক্ষার প্রাথমিক ফল পাওয়া যেতে পারে।

এমএসএফ’র মুখপাত্র ডা. অ্যানিক অ্যান্তিয়েরেস বলেন, ইবোলার একটি সঠিক চিকিৎসা পদ্ধতি এ পরীক্ষার মধ্য দিয়ে খুঁজে পাওয়ার আশা আছে।

এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ ইবোলা আক্রান্ত হয়েছে। যাদের বেশির ভাগই পশ্চিম আফ্রিকার অধিবাসী। আর এ ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে ৫১৬০ জন।

পরীক্ষামূলক ওষুধ দুইটি বানিয়েছে গ্লাক্সোস্মিথলাইন (জিএসকে) এবং কানাডার একটি পাবলিক হেল্থ এজেন্সি।
জিএসকের ভ্যাকসিনটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গবেষকরা মালিতে পরীক্ষা করেছেন। কানাডার ভ্যাকসিনটিও পাঠানো হয়েছে।