সৈকতে আটকা পড়ে ৩৬ তিমির মৃত্যু

নিউজিল্যান্ডে সমুদ্র সৈকতে আটকা পড়ে প্রায় ৩৬টি পাইলট তিমি মারা গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2014, 03:26 PM
Updated : 5 Nov 2014, 03:29 PM

এর মধ্যে মঙ্গলবার ১১টি তিমি এবং বুধবার সকালে প্রায় ২৫টি তিমি মারা যায়। নিউজিল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলের ওহিওয়া সৈকতে সোমবার তিমির দুটি ঝাঁক ঢুকে পড়েছিল।

বন্যপ্রাণী সংরক্ষণকারীরা ব্যাপক উদ্ধার অভিযান চালিয়ে মঙ্গলবার এক ঝাঁক তিমিকে পুনরায় সমুদ্রে ভাসিয়ে দিতে সক্ষম হয়।

এছাড়া, বুধবার আরো ২১টির বেশি তিমিকে সমুদ্রে ভাসিয়ে দেয়া সম্ভব হয়। কেন এতোগুলো তিমি একসঙ্গে আটকা পড়ে গিয়েছিল তা এখনো বোঝা যাচ্ছে না।

‘ডিপার্মেন্ট অব কনজারভেশন’ (ডিওসি) এর স্টিভ ব্রাইটওয়েল স্থানীয় একটি বেতারে দেয়া সাক্ষাৎকারে বলেন, “একটি তিমি অসুস্থ হয়ে ওহিওয়া সৈকতে ঢুকে পড়লে অন্য তিমিগুলোও সেটার পেছন পেছন সেখানে ঢুকে পড়ে।”