সিয়েরা লিওনে ইবোলা সংক্রমণ ‘বাড়ছে’

সিয়েরা লিওনের বিভিন্ন স্থানে ইবোলা সংক্রমণ ‘ভয়াবহ দ্রুততায়’ বেড়ে চলেছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক প্রচার গোষ্ঠী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2014, 02:34 PM
Updated : 2 Nov 2014, 02:35 PM

‘দ্য আফ্রিকা গভারনেন্স ইনিশিয়েটিভ’(এজিআই) জানিয়েছে, দেশের পল্লী অঞ্চলে ইবোলা ভাইরাস সংক্রমণ দু’মাস আগের তুলনায় এখন ৯ গুণ বেশিহারে ছড়িয়ে পড়ছে বলে তারা জানতে পেরেছে।

তাছাড়া, সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনেও ইবোলার বিস্তার ঘটছে বলে জানিয়েছে এজিআই। সেখানে দুই মাস আগের তুলনায় এখন দিনে ৬ গুণ বেশি হারে ইবোলা সংক্রমণ ঘটছে।

অন্যদিকে, লাইবেরিয়ায় নতুন করে ইবোলা ভাইরাস সংক্রমণ কমে এসেছে। এজিআই এর কারণ জানাতে পারেনি।

ওদিকে, সিয়েরা লিওনে কেবলমাত্র একটি অঞ্চল উত্তরের বোম্বালিতে ইবোলা সংক্রমণ কমতে শুরু করেছে বলে জানায় এজিআই।