মেক্সিকোতে দণ্ডপ্রাপ্ত মার্কিন সেনার মুক্তি

যুক্তরাষ্ট্র থেকে গাড়িভর্তি অস্ত্র নিয়ে মেক্সিকোয় ঢুকে পড়ায় কারাদণ্ডপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের এক মেরিন সেনাকে মুক্তি দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2014, 07:20 AM
Updated : 1 Nov 2014, 07:44 AM

শুক্রবার মেক্সিকোর তিজুয়ানা রাজ্যের এক বিচারক অবসরপ্রাপ্ত মেরিন সেনা সার্জেন্ট অ্যান্ড্রু টাহমোরেসকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেয়ার নির্দেশ দেন বলে শনিবার জানিয়েছে বিবিসি।

আটমাস কারাভোগ করা টাহমোরেসের মুক্তিতে তার পরিবার এক বিবৃতিতে “আনন্দের আবেগে আত্মহারা” হওয়ার কথা জানিয়েছে।

২৬ বছর বয়সী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এই বাসিন্দা দাবি করেছেন, ক্যালিফোর্নিয়ার রাস্তায় পথ হারিয়ে তিনি ঘটনাক্রমে সীমান্ত অতিক্রম করে ফেলেন।

মেক্সিকোর শুল্ক কর্মকর্তারা তার গাড়ি থেকে ৪শ’ রাউন্ড গুলি ও তিনটি গুলিভরা আগ্নেয়াস্ত্র জব্দ করেন।

বিচারক টাহমোরেসের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তাতে চোখ না বুলিয়েই তার মুক্তির নির্দেশ দেন বলে জানিয়েছেন টাহমোরেসের পরিবারের এক সদস্য।

টাহমোরেসের মুক্তির জন্য রাজনৈতিক নেতাদের আহ্বান থেকে শুরু করে রাস্তায় রাস্তায় মুক্তির দাবিতে মিছিলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়।