বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের পদত্যাগ

বুরকিনা ফাসোতে সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট ব্লাইসে কমপাওরে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 01:56 PM
Updated : 31 Oct 2014, 02:58 PM

এক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। তার জায়গায় রাষ্ট্রের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন সামরিক বাহিনী প্রধান জেনারেল হোনোরে ত্রাওরে।

কমপাওরে এর আগে বিরোধীদের পদত্যাগের দাবি মেনে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

তারপরও বিক্ষোভকারীরা কমপাওরের ২৭ বছরের শাসন আরো বাড়ানোর জন্য সংবিধান সংশোধনের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগের দাবিতে অটল ছিল। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে এবং সরকারি ভবনগুলোতে আগুন দেয়।

শুক্রবার সামরিক বাহিনীর এক মুখপাত্র সেনা সদরদপ্তরের সামনে সমবেত জনতার উদ্দেশে জানান, কমপাওরে আর ক্ষমতায় নেই। তার এ ঘোষণায় সবাই উল্লাসিত হয়ে ওঠে।

সেনাবাহিনীর এক কর্নেল টিভিতে প্রেসিডেন্টের পদত্যাগও ঘোষণা করেন।

কমপাওরে এর আগে আগামী নির্বাচনে না দাঁড়াতে রাজি হলেও বলেছিলেন, আগামী বছর মধ্যবর্তী সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। কিন্তু বিরোধীরা তার এ বক্তব্য প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যায়।

শুক্রবার কর্ণেল ইসাক জিদা প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার ঘোষণা দেয়ার পর কমপাওরে নিজেও বিবৃতি দিয়ে তার পদত্যাগ ঘোষণা করেন। একইসঙ্গে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি।