কানসাসে বিমান বিধ্বস্ত, নিহত ৪

কানসাসের উইচিতা বিমারবন্দরের একটি ভবনে একটি ছোট বিমান বিধ্বস্ত হলে অন্ততপক্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 09:07 AM
Updated : 31 Oct 2014, 09:07 AM

দমকল বাহিনীর প্রধান রন ব্ল্যাকওয়েলের বরাতে বিবিসি বলছে, স্থানীয় সময় সকাল ৯.৫০ মিনিটে দমকলবাহিনী বিমান বিধ্বস্ত হওয়ার পর তা থেকে লেগে যাওয়া ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায়।

ব্ল্যাকওয়েল জানিয়েছেন, বিমানটি যে ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে সেই ভবনটিরও একটি অংশ ভেঙ্গে পড়েছে।

বিমানটি ছিল একটি বিচক্র্যাফ্ট উড়োজাহাজ। উড্ডয়নের কিছুক্ষণ পর এটি বিধ্বস্ত হয়।

বিমানটি ফ্ল্যাইটসেফটি আন্তর্জাতিক ভবনে আঘাত হানে। তবে এতে করে অন্যান্য বিমান চলাচলের সূচি বিঘ্নিত হয়নি।

বিমানটি ভবনটিতে বিধ্বস্ত হওয়ার পর ভবনের ভেতরে অবস্থানকারী তিনজন নিহত হন। আর নিহত চতুর্থজন বিমানটির পাইলট।

এই ঘটনায় আহত পাঁচজনের একজন হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

ফেডারেল এভিয়েশন প্রশাসনের (এফএএ) মুখপাত্র টনি মলিনারো স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রানওয়েতে ফিরে আসার চেষ্টাকালে বিমানটি বিধ্বস্ত হয়।

এই দুর্ঘটনার প্রকৃত কারণ এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে এফবিআইয়ের মুখপাত্র।