কোবানি পৌঁছেছে প্রথম ইরাকি কুর্দি বাহিনী

তুরস্ক সীমান্ত পেরিয়ে সিরিয়ার সীমান্ত শহর কোবানিতে ঢুকেছে প্রথম ইরাকি কুর্দি পেশমেরগা যোদ্ধারা।

>>রয়টার্স
Published : 30 Oct 2014, 12:20 PM
Updated : 30 Oct 2014, 12:20 PM

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বৃহস্পতিবার জানায়, ১০ যোদ্ধা কোবানিতে ঢুকেছে এবং বাকীরাও কয়েকঘণ্টার মধ্যে সেখানে ঢোকার অপেক্ষায় আছে। শহরটিতে এক মাসেরও বেশি সময় ধরে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের হামলা চলছে।

পেশমেরগা যোদ্ধাদের একটি বহর বুধবার রাতে তুরস্কের সুরুক শহরের কাছে পৌঁছায়। সেখানে আগেভাগেই পৌঁছানো আরেকটি দলের সঙ্গে মিলিত হয় এ বহরটি।

অবজারভেটরি জানিয়েছে, কয়েক মিনিট আগে তুরস্ক সীমান্ত পেরিয়ে কুর্দি পেশমেরগা বাহিনীর ১০ সদস্য আয়ন আল-আরব শহরে, ‘কোবানি’, প্রবেশ করেছে।

আয়ন আল-আরব কুর্দি প্রধান কোবানির আরবি নাম।

সিরিয়ার কুর্দি কর্মকর্তারা বলেছেন, প্রায় ১৫০ পেশমেরগা যোদ্ধা কোবানির কুর্দিদের সহায়তা করতে সেখানে প্রবেশ করবে বলে মনে করছেন তারা।

ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি বৃহস্পতিবার বলেছেন, অনুরোধ পেলে কোবানিতে আরো যোদ্ধা পাঠাতে তিনি প্রস্তুত।