পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ৫ জঙ্গি নিহত

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় অন্ততপক্ষে পাঁচ জঙ্গি নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 30 Oct 2014, 08:11 AM
Updated : 30 Oct 2014, 08:12 AM

বৃহস্পতিবার ভোরের এই হামলায় এক জ্যেষ্ঠ আরব জঙ্গি কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।

দক্ষিণ ওয়াজিরিস্তানের এক গ্রামবাসী বলেছেন, “হামলার পর লাশগুলো অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আমরা স্থানীয় জঙ্গিদের মুখে শুনেছি, নিহতদের মধ্যে জ্যেষ্ঠ এক আরব কমান্ডার রয়েছেন, তবে তারা তার নাম উল্লেখ করেননি।”

নাম প্রকাশ না করে অপর এক গ্রামবাসী জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে বড় ধরনের এক সেনা অভিযান থেকে পালিয়ে “বিদেশি অতিথিরা” ড্রোন হামলার শিকার বাড়িটিতে আশ্রয় নিয়েছিলেন।

মাঝে ড্রোন হামলা প্রায় বন্ধ হয়ে গেলেও চলতি মাসে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা আবার বেড়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত পাকিস্তানের বিশেষ প্রশাসনিক এলাকায় সপ্তাহের মধ্যে কয়েকবার হামলা চালানোর ঘটনা ঘটেছে।

তবে এবারের হামলা আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযান শেষ করার কয়েকদিনের মধ্যেই চালানো হল।