ইউক্রেইনের বিদ্রোহীদের ভোটে রাশিয়ার সমর্থন

পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিতর্কিত নির্বাচনের ফলকে রাশিয়া স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। ২ নভেম্বরে এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 01:20 PM
Updated : 28 Oct 2014, 01:20 PM

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, দোনেস্ক এবং লুহান্সকে নির্বাচন সেখানকার কর্তৃপক্ষের বৈধতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তবে ইউক্রেইন এবং পশ্চিমা সরকার বলছে, নির্বাচন হওয়া উচিত নয়। তারা রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়ার অভিযোগ করেন।

ইউক্রেইনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে কিয়েভের সেনারা। ৫ সেপ্টেম্বরে সেখানে যুদ্ধবিরতি হয়েছে। তবে সে যুদ্ধবিরতি মাঝে মধ্যেই লঙ্ঘিত হচ্ছে এবং পরিস্থিতি খুবই অস্থিতিশীল।

গত রোববার ইউক্রেইনে নতুন পার্লামেন্ট নির্বাচনের জন্য ভোট হয়েছে। এতে এগিয়ে রয়েছে পশ্চিমাপন্থি দলগুলো।

পূর্ব ইউক্রেইনে বিচ্ছিন্নতাবাদীদেরকে আলাদা নির্বাচন করতে না দেয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করতে রাশিয়াকে আহ্বান জানিয়েছে ইউক্রেইন সরকার। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, “নির্বাচন পরিকল্পনামাফিক হবে বলেই আমরা আশা করছি এবং এর ফলকে আমরা অবশ্যই স্বীকৃতি দেব”।