ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনকে ধাক্কা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ধাক্কা দিয়েছেন এক যুবক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 11:35 AM
Updated : 28 Oct 2014, 11:35 AM

দ্য মিরর অনলাইনের খবরে বলা হয়েছে, লিডস সিভিক হলে এক সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে গিয়ে গাড়িতে ওঠার জন্য নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাঁটছিলেন প্রধানমন্ত্রী। এ সময় হঠাৎ করেই ওই যুবক নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে দৌড়ে ক্যামেরনের কাছে গিয়ে তাকে ধাক্কা মারেন।

সঙ্গে সঙ্গে সামনের দিকে সরে যান ক্যামেরন। নিরাপত্তারক্ষীরা ঘটনা সামাল দিলেও ক্যামেরনের গায়ে ধাক্কা লেগেছে।

নিরাপত্তা রক্ষীরা এরপর ২৮ বছর বয়সী ওই যুবককে আটক করলেও পরে তাকে ছেড়ে দিয়েছে।

প্রাথমিক খবরে বলা হচ্ছিল, ওই যুবক একজন প্রতিবাদকারী এবং ক্ষোভের কারণেই তিনি প্রধানমন্ত্রীকে ধাক্কা দিয়েছেন। তবে পরে ওয়েস্ট ইয়র্কশায়ারের পুলিশ এ ধরনের কিছু ঘটেনি বলে নিশ্চিত করলে ওই যুবককে ছেড়ে দেয়া হয়।

পুলিশের একটি সূত্র এ ঘটনাকে অনিচ্ছাকৃত ও নিছক দুর্ঘটনা হিসেবেই বর্ণনা করেছে। যুবকটির কোন অসৎ উদ্দেশ্য ছিল না বলে জানান নিরাপত্তা রক্ষীরাও। তিনি হঠাৎ ভুল সময়ে ভুল পথে চলে এসেছিলেন বলে জানান তারা।

তবে যাই ঘটে থাকুক না কেন এ ঘটনায় যুক্তরাজ্যের মত একটি দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন স্বভাবতই প্রশ্ন উঠবে। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে যুবকটি কি করে প্রধানমন্ত্রীর কাছে গেল তা নিয়ে দীর্ঘ বিতর্ক উস্কে দেবে এ ঘটনা।